বিসিএল

রান সংগ্রহে শীর্ষে বিজয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:13 মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে জায়গা করে নিয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। লিগ পর্বে ২৩.৪৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পূর্বাঞ্চল আর ১৯.৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণাঞ্চল।

তিন রাউন্ডের খেলা শেষে রান সংগ্রহে শীর্ষে আছেন দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তিনি তিন ম্যাচে করেছেন ১০৩.৭৫ গড়ে ৪১৫ রান। এবারের বিসিএলে দুটি হাফ সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর।

দুই নম্বরে আছেন তৃতীয় রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করা পূর্বাঞ্চলের ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। তিনি ৩ ম্যাচ খেলে ৯৬ গড়ে করেছেন ৩৮৪ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে তাঁর রয়েছে একটি হাফ সেঞ্চুরি।

জাতীয় দলের ব্যস্ততার কারণে চলতি বিসিএলে মাত্র একটি রাউন্ড খেলেছেন তামিম ইকবাল। সেই ম্যাচে ৩৩৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

সেই ইনিংসই তাঁকে তিন নম্বরে রেখেছে সেরা ব্যাটসম্যানদের তালিকায়। ম্যাচটিতে একটি ইনিংসই ব্যাট করার সুযোগ হয়েছিল তামিমের। তাই ৭৮.৪০ স্ট্রাইক রেটে তাঁর ব্যাটিং গড়টাও ৩৩৪।

এই তালিকার চার নম্বরে আছেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তিনি দক্ষিণাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন। এই একটি ইনিংসই তাঁকে শীর্ষ পাঁচে জায়গা করে দিয়েছে।

দুই ম্যাচে শান্তর রান ৩২৫। তাঁর সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২৫৩ রানের। এ ছাড়া দক্ষিণাঞ্চলের আরেক ব্যাটসম্যান শামসুর রহমান ৩ ম্যাচে ২৯৪ রান করে এই তালিকার পাঁচ নম্বরে আছেন।