আইপিএল

জয়সাওয়ালের ভাবনায় এখন আইপিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:33 সোমবার, 17 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সাওয়াল। বাঁহাতি এই ব্যাটসম্যান ৬ ম্যাচ খেলে করেছেন ৪০০ রান। যদিও বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের বিপক্ষে হেরেছে তাঁর দল।

বাংলাদেশের বিপক্ষে হারের হতাশা ভূলে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজর জয়সাওয়ালের। এবারের আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। দলটিতে স্টিভেন স্মিথ, বেন স্টোকস, জস বাটলারদের সঙ্গে খেলতে পেরেই উচ্ছ্বসিত জয়সাওয়াল।

তিনি বলেছেন, 'আমার জন্য এটা দারুণ সুযোগ। আইপিএলে রাজস্থান রয়্যালসে আমি স্টিভেন স্মিথ, বেন স্টোকস, জস বাটলারদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারবো। আমি তাদের কাছ থেকে শেখার জন্য রোমাঞ্চিত। এটা আমার প্রথম আইপিএল এবং আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।'

বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন জয়সাওয়াল। এর আগে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ১০৫ রানের ইনিংস খেলেছিলেনে এই বাঁহাতি ব্যাটসম্যান।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আইপিএলের নিলামে ২.৪ কোটি রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছিল রাজস্থান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মার্চ আইপিএল অভিষেক হচ্ছে এই ওপেনারের। যদিও তাঁর বেস প্রাইস ছিল মাত্র ২০ লাখ রুপি।