যুব বিশ্বকাপ

ভালো-খারাপ দুই সময়ের সমর্থন চান আকবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:33 সোমবার, 10 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

যুব দল বিশ্বকাপ জেতার পর আনন্দে মেতেছে পুরো বাংলাদেশ। এই জয়ে উচ্ছ্বসিত প্রশংসা চলছে ক্ষুদে টাইগারদের। মানুষের বাঁধভাঙা উল্লাসে হাওয়ায় ভাসছেন ক্রিকেটাররাও। ভালো সময়ের মতো খারাপ সময়েও সমর্থকদের এমন সমর্থন প্রত্যাশা করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

ম্যাচ শেষে গণমাধ্যমকে আকবর বলেন, 'বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের সমর্থন দিয়েছে একটা ট্রফি তাঁদের প্রাপ্য ছিল। আমরা অনেক খুশি যে এটা করতে পেরেছি।

দল যখন ভালো করে তখন যেমন সমর্থন দরকার খারাপ সময়ে এই সমর্থনটা আরও বেশি দরকার। সব সময় সমর্থনটা আশা করব দর্শকদের কাছ থেকে।' 

ফাইনালে বোলারদের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন অভিষেক দাস। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

এরপর ওপেনার পারভেজ হোসেন ইমনের ৭৯ বলে ৪৭ এবং আকবরের ৭৭ বলে ৪৩* রানের ইনিংসে বৃষ্টি আইনে ম্যাচটি তিন উইকেটে জিতে নেয় বাংলাদেশ।