যুব বিশ্বকাপ

বিশ্বকাপ জয় বদলে দেবে বাংলাদেশের ক্রিকেটকে, আশা আকবরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 সোমবার, 10 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে যুব বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ। এমন জয় বদলে দিবে বাংলাদেশের ক্রিকেটের পুরো কাঠামো, বিশ্বাস শিরোপাজয়ী অধিনায়ক আকবর আলীর।

ম্যাচ শেষে আকবর বলেন, 'আমি আশা করছি, এই বিশ্বকাপ জয় সামনে আমাদের ক্রিকেটকে বদলে দিতে বড় ভূমিকা পালন করবে। আমি বলব এটা মাত্র শুরু।'

এই ধারাবাহিকতা ধরে রাখতে চান ফাইনালের ম্যাচসেরা আকবর। যুব দল পার করে যখন জাতীয় দলে খেলার সুযোগ পাবেন, তখনও জয়ের স্পৃহা এবং ক্ষুধা ধরে রাখতে চান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

'আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমাদের এই ক্ষুধাটা ধরে রাখতে হবে সিনিয়র সাইডদের জন্য। আমরা যখন বড়দের দলে যাব এই ক্ষুধা, মানসিকতা এবং শক্তি তখন কাজে আসবে।', বলেছেন আকবর।

ফাইনাল ম্যাচে ৭৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আকবর। মাঝারি রানের লক্ষ্য তাড়ায় ওপেনার পারভেজ হোসেন ইমন খেলেন ৭৯ বলে ৪৭ রানের একটি ইনিংস।