যুব বিশ্বকাপ

যুবাদের সফলতার রহস্য আমেরিকান ফুটবল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:13 শনিবার, 08 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ফিটনেস ঠিক রাখতে আমেরিকান ফুটবলারদের আদলে অনুশীলন করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। শরীরের মেদ কমিয়ে গতি বাড়ানোর কৌশল আমেরিকান ফুটবলারদের থেকেই রপ্ত করেছেন আকবর আলী, তৌহিদ হৃদয়রা।

যুবাদের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ার সম্প্রতি ক্রিকইনফোকে বলেছেন, 'ছেলেদের জীবন পুরোই পাল্টে গেছে। তারা যেটাই করতে চাচ্ছে, সেটাই করছে। এমনকি ক্রিকেট খেলার মধ্যে না থাকলেও!

আমরা অ্যাজাইলিটি ড্রিলস অনুশীলন করছি, যা সাধারণত আমেরিকান ফুটবলে অনুশীলন করা হয়।'

শুধু অনুশীলন নয়, অনুশীলন পরবর্তী সময়ে পুনর্বাসন ঠিকমতো হচ্ছে কিনা সেখানেও নজর রাখছেন ইতোমধ্যেই যুব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করা আকবররা।

স্টনিয়ার আরও বলেন, 'তারা আরও শুকিয়ে যাচ্ছে এবং তাদের গতি বেড়ে যাচ্ছে। বিশ্বমানের ক্রিকেটাররা ফিটনেসের দিক থেকে যেমন হয় তারা ওই মানের হয়ে যাচ্ছে।

তারা অনুশীলনও করছে, একইসঙ্গে পুনর্বাসন করারও চেষ্টা করছে। এটা একটি অসাধারণ পরিবর্তন।'

আগামী ৯ ফেব্রুয়ারি যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।