বিপিএল

বিপিএলে ফিক্সিং, নাসিরের ১৭ মাসের জেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:27 শনিবার, 08 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

১৭ মাসের জেল হয়েছে নাসির জামশেদের। শুক্রবার ইংল্যান্ডের একটি আদালত বাঁহাতি এই ব্যাটসম্যানকে শাস্তি দেয়। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ছিল। এমনকি সতীর্থকে ফিক্সিংয়ের জন্য টাকা সাধার অভিযোগও ছিল তার ওপর।

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের চেষ্টা নাসির। যদিও সুফল হননি। এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সতীর্থ ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ঘুষ দিতে চেয়েছিলেন এই পাকিস্তানী।

এসব অপরাধের দায়ে ২০১৭ সালে এই অভিযোগে ইংল্যান্ড থেকে আটক করা হয় নাসিরকে। আটক করা হয়ে এর সঙ্গে জড়িত থাকা আরও দুজনকেও। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ ফিক্সিংয়ের কান্ডে তার সঙ্গে জড়িত ছিলেন।

গেল বছর ডিসেম্বরে শুনানির শুরুতে দোষ স্বীকার করে নেন নাসির। তার দুই সহযোগী অবশ্য পিএসএলে অর্থ দিয়ে ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ফুসলানোর কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে  পিএসএলে দুর্নীতিতে জড়ানোয় এই ক্রিকেটারকে গত বছরের আগস্টে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় পিসিবি। 

এর আগে নাসিরকে গ্রেফতারের সময় পুলিশ জানায়, ২০১৬ বাংলাদেশে প্রিমিয়র লিগে গড়াপেটা করার চেষ্টা করেছিলেন নাসির৷ তারপর ২০১৭ ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে গড়াপেটার জন্য সতীর্থদের টাকা সেধেছিলেন। 

দুই ক্ষেত্রেই এক ওপেনার টি-২০ টুর্নামেন্টে রান না-করার প্রতিশ্রুতি দেন৷ এক ওভারের প্রথম দু’টি বলে কোনও রান না-করার জন্য টাকা নেন পাকিস্তানাএর ওই ওপেনার৷ বাংলাদেশে তাঁকে টাকা নেওয়ার কথা বলা হয় বলেও জানান জামশেদ৷ ৯ ফেব্রুয়ারি ইসলামাবাদ ও ইউনাইটেড পেশোয়ার জালিম ম্যাচেও অর্থ নেওয়ার কথাও বলেন তিনি৷

পাকিস্তানের হয়ে দু’টি টেস্ট ৪৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলেছেন নাসির। ২০১৫ সালে সর্বশেষ দেশের হয়ে মাঠে নেমেছিলেন বাঁহাতি এই ওপেনার। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে ৩টি সেঞ্চুরির মালিক।