অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশ যুবাদের ঢাল হলো বৃষ্টি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:11 শুক্রবার, 24 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে বাংলাদেশ এবং পাকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে শুক্রবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে মুখোমুখি হয় দুই দল। কিন্তু ম্যাচটি বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।

অবশ্য আকবর আলীর দলের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল বৃষ্টি। টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ যুবাদের অবস্থা ছিল খুবই করুণ। ২৫ ওভারে ১০৬ রান তুলতেই ৯ উইকেট হারায় দলটি।

বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় ম্যাচ। ৩৭ ওভার খেলার সিদ্ধান্তে ম্যাচ মাঠে গড়ায়। কিন্তু খানিক থেমে থেমে বৃষ্টির হানা চলে পচেফস্ট্রমে। যে কারণে প্রথম ইনিংসই শেষ হয়নি।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরির ঘর ছুঁতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

বিশের ঘরে গিয়েছেন আর একজন ব্যাটসম্যান। ২০ রান করে রানআউট হন অভিষেক দাস।

বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান মোহাম্মদ আমির খান এবং আব্বাস আফ্রিদি। ৩০ রানে ৪ উইকেট নেন আমির। ৩ উইকেট নিতে ২০ রান দিয়েছেন আফ্রিদি।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় 'সি' গ্রুপের শীর্ষ দল হয়ে সুপার লিগে গেল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ২৫ ওভারে ১০৬/৯ (তানজিদ ৩৪*, অভিষেক ২০; আমির ৪/৩০, আফ্রিদি ৩/২০)।