বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

সীমাবদ্ধতা ছিল মাহমুদউল্লাহর

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:35 শুক্রবার, 24 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

অল্প পুঁজি নিয়েও পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। ১০-১৫ রান কম হওয়ায় পাকিস্তানকে পরিকল্পনা মতো আক্রমণ করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

লড়াই করলেও ম্যাচে ফিল্ডিং মিস এবং ক্যাচ মিস পোড়াচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। সীমাবদ্ধতার কারণে যেভাবে বোলিংয়ের পরিকল্পনা ছিল সেভাবে বোলিং করতে পারেনি বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'আমাদের ফিল্ডিং পজিশন ছিল মাঝে মাঝে আক্রমণাত্মক এবং মাঝে মধ্যে রক্ষণাত্মক। এই ফরম্যাটে আপনাকে এভাবেই খেলতে হবে। আমরা ১০-১৫ রান কম করেছি। যে কারণে আমরা আক্রমণ সেভাবে করতে পারেনি যেভাবে চেয়েছি। এই জিনিসগুলো আমাদের একত্রে বসে সমাধান করতে হবে।'

শোয়েব মালিক ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে একাই বাংলাদেশের হাত থেকে ম্যাচের নাটাই নিয়ে গেছেন। তিনি যখন উইকেটে থিতু হয়েছেন বাংলাদেশ তখন স্পিন আক্রমণেই ভরসা রেখেছে।

মালিক বরাবরই স্পিন বোলিং ভালো খেলেন। তাঁর ব্যাটিংয়ের সময় স্পিন বোলারদের কেন ব্যবহার করা হলো, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ জানিয়েছেন, বিভিন্ন সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

মাহমুদউল্লাহ বলেছেন, 'আমাদের অপশনগুলোর দিকে দেখতে হবে আপনাকে। পাওয়ার প্লের ছয় ওভারে আমরা প্রথম সারির পেসারদের দিয়ে করিয়েছি। আমাদের একজন লেগ স্পিনার আছে যাকে আমরা পাওয়ার প্লের পর ব্যবহার করেছি। এরপর আমাদের অফ স্পিনার আফিফ এবং মিডিয়াম পেসার সৌম্য আছে তাদের ব্যবহার করেছি।'