বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে জেতা উচিতঃ সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:18 বুধবার, 22 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। তবু দলের ওপর আস্থা রাখছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর মতে, পাকিস্তানের বিপক্ষে জেতা উচিত বাংলাদেশের। 

পাকিস্তানের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যেখান দুটি ম্যাচে জয়ের মুখ দেখেছে দলটি। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ভালো থাকলেও সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানের।

ফল আসা শেষ নয় ম্যাচের আটটিতে হেরেছে দলটি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। বাংলাদেশের বিপক্ষেও দলটির সাম্প্রতিক পারফরম্যান্স সুবিধার নয়। শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে পাকিস্তান।

২০১৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব আল হাসান, তবে দলকে সাহস দিচ্ছেন তিনি।

বুধবার সাকিব বলেন, ‘আশা করছি সবাই ভালো এবং নিরাপদে পৌঁছাবে। ভালোভাবে খেলে ফিরে আসতে পারবে এবং অবশ্যই বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসবে। শ্রীলঙ্কা যখন গেল পাকিস্তানে, তারা ৩-০ ব্যবধানে জিতে এসেছে। আমাদেরও জিতে আসা উচিত।’

২৪ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে দিনের আলোয় অনুষ্ঠিত হবে।স