বাংলাদেশ ক্রিকেট

ক্রিকেটকে মিস করছেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:30 বুধবার, 22 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দুই বছরের নিষেধাজ্ঞার (এক বছর পূর্ণ নিষেধাজ্ঞা) মাত্র তিন মাস কাটিয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট ছাড়া আরও দীর্ঘ ৯ মাস থাকতে হবে তাঁকে। ক্রিকেটে ফিরতে মন কাঁদছে সাকিবের, তাঁর বক্তব্যে সেটা স্পষ্ট। ক্রিকেটকে মিস করছেন বলে জানিয়েছেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার।

জুয়াড়ির দেয়া প্রস্তাবের তথ্য গোপন করায় গত অক্টোবরের শেষের দিকে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। ২০২০ সালের অক্টোবরে এক বছরের পূর্ণ নিষেধাজ্ঞা শেষ হলেও আরও এক বছর স্থগিত নিষেধাজ্ঞায় থাকবেন সাকিব। অবশ্য সে সময় ক্রিকেট খেলতে পারবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

দীর্ঘ ১৩ বছর বাংলাদেশের হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব। এখন খেলতে পারছেন না, স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞার এই সময়টায় ক্রিকেটকে মিস করবেন সাকিব।

সাকিবের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে লাইফবয়। বুধবার সেখানে সাকিব বলেন, ‘একটা জিনিসের সঙ্গে যখন আপনার অনেক দিনের সম্পৃক্ততা থাকে, সেটা আপনার পছন্দ কিংবা অপছন্দের হোক, আপনি চান কিংবা না চান, আপনি সেটাকে মিস করবেন। আমার ক্ষেত্রেও ভিন্ন কিছু না। স্বাভাবিকভাবেই মিস করছি এবং এটা খুবই সাধারণ একটা মানুষের ক্ষেত্রে।’

২০০৬ সালের আগস্টে ওয়ানডে দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় সাকিবের। এরপর এখন পর্যন্ত ২০৬ ওয়ানডে, ৫৬ টেস্ট এবং ৭৬ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার ৭৫২ রান এবং ৫৬২ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।