বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পাকিস্তানে মাদুগালের আরেকটি প্রথম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:57 বুধবার, 22 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ রেফারি হিসেবে রঞ্জন মাদুগালের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে।

১৯৯৩ সালে এই পাকিস্তানেই ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয়েছিল মাদুগালের। সেবার টেস্ট এবং ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর অনেক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকলেও পাকিস্তানে আসা হয়নি তাঁর।

এবার তাঁর সেই অপেক্ষার অবসান হতে চলেছেন। ২০০৯ সাল থেকে পাকিস্তান থেকে ক্রিকেট নির্বাসনে ছিল। এ কারণে টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার সুযোগ হয়ে ওঠেনি আইসিসির অভিজ্ঞ এই ম্যাচ অফিসিয়ালের। পাকিস্তানে ক্রিকেট ফেরার পরই এবার তাঁকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে পাকিস্তান পাঠাচ্ছে আইসিসি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হব যথাক্রমে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। পাকিস্তানের মাটিতে এবার প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে চললেও এখানে ১৫টি টেস্ট এবং ২০ ওয়ানডে পরিচালনা করেছেন মাদুগালে।

এর মধ্যে ১৯৯৬ বিশ্বকাপের ৬টি ওয়ানডে ম্যাচ রয়েছে। ২৭ বছর আগে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল মাদুগালের। এরপর সর্বশেষ ২০০৬ সালে ভারত-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ পরিচালনা করতে এখানে এসেছিলেন তিনি।

ম্যাচ রেফারি হিসেবে মাদুগালে দায়িত্ব পালন করলেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বেশ কয়েকজন স্থানীয় আম্পায়ার। তারা হলেন, আহসান রাজা, শোজাব রাজা। তৃতীয় আম্পায়ার থাকবেন আহমেদ শাহাব, চতুর্থ আম্পায়ার তারিক রশিদ। বাংলাদেশের পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের জন্য আম্পায়ার এখনও ঘোষণা হয়নি।