বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে সেরা বোলার হতে চান রউফ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 11:10 বুধবার, 22 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশের এবারের আসরে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন পাকিস্তানের পেসার হারিস রউফ। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে চাপ অনুভব করছেন না ২৬ বছর বয়সী এই পেসার। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তাঁর লক্ষ্য সেরা বোলার হওয়া।

রউফ বলেছেন, 'ঘরের মাঠে খেলব। ভাবতে গেলেই গর্ব হচ্ছে যে, ঘরের মাঠে আমার অভিষেক হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সিরিজ জেতার চেষ্টা করব। আর আমার লক্ষ্য থাকবে সিরিজের সেরা বোলার হওয়ার।’

বিগ ব্যাশের পর থেকেই পাকিস্তানের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রউফ। পাকিস্তানের দল ঘোষণার পর তাঁকে নিয়েই আলোচনা হচ্ছে বেশি। এমন আলোচনায় চাপ অনুভব করছেন না পাকিস্তানের তরুণ এই ডানহাতি পেসার।

এ প্রসঙ্গে রউফ বলেন, ‘আমি চাপে নেই। জানি মানুষজন আমাকে নিয়ে উন্মুখ এবং চাহিদাও অনেক বেশি। সত্যি বলতে, লোকজন যে আমাকে নিয়ে কথা-বার্তা বলছে, এটা আমার জন্য খুব সম্মানের। আমার মনে হয় এতে আমার আত্মবিশ্বাস বাড়ছে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে রউফের পারফরম্যান্স দারুণ ২৫ ম্যাচে তিনি নিয়েছেন ৩৫ উইকেট। এবারের বিগ ব্যাশে হোবার্ট হ্যারিক্যান্সের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার।