বাংলাদেশ-পাকিস্তান

সিরিজ জয়ে চোখ মাহমুদউল্লাহর

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:41 মঙ্গলবার, 21 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছরটি ভালো যায়নি পাকিস্তানের। তারা ৬টি ম্যাচ খেলে সবকটিতে হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে ১-০, শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান এবার তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে।

পারফরম্যান্স বিবেচনায় কিছুটা পিছিয়ে থাকলেও আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। এক নম্বর দল হলেও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই পাকিস্তান যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ বলেছেন, 'র‍্যাঙ্কিং তো ভিন্ন কথা বলে। আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি-টোয়েন্টিতে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি শেষ কয়েকটি সিরিজে, আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ আমরা উপহার দিতে পারব। ইনশা আল্লাহ আমরা সিরিজ জেতার চেষ্টা করব।'

পাকিস্তান সিরিজের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশিরভাগ ক্রিকেটারই বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত খেলে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন। এদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

মাহমুদউল্লাহর ভাষ্যমতে, 'আমি এই মুহূর্তে খুবই খুশি, যারা স্কোয়াডে সুযোগ পেয়েছে তাদের নিয়ে। সবাই খুব ভালো পারফরম্যান্স করেছে এই বিপিএলে। যারা ব্যাটসম্যান ছিল তারা রান পেয়েছে, বোলাররা যারা ছিল ওরা উইকেট পেয়েছে। সব মিলিয়ে আমি খুব আত্মবিশ্বাসী আমার দল নিয়ে। দেখার বিষয় আমরা ওখানে গিয়ে নিজেদের কতো ভালোভাবে পরিকল্পনা প্রয়োগ করতে পারি।'