বাংলাদেশ-পাকিস্তান

চার্টার্ড ফ্লাইটে সরাসরি লাহোর যাবে বাংলাদেশ দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:14 মঙ্গলবার, 21 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তানে যেতে বাংলাদেশ দলের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। বিমানটি সরাসরি লাহোরে পৌঁছাবে।

বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই। সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানে যেতে হয়। বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা করা বিমানটি সরাসরি লাহোরে অবতরণ করবে।

বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ দল। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত ৮টায় উড়াল দেবে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের বহন করা বিমানটি।

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দলের তিন দিনের অনুশীলন ক্যাম্প শেষ হয়েছে মঙ্গলবার। সফরে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছেন টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ক্রিকেটাররা।

পাকিস্তান পৌঁছে একদিন বিশ্রাম নেবেন তামিম-মাহমুদউল্লাহরা। ২৪ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ জানুয়ারি।