বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আমির-ওয়াহাবকে বাদ দেয়া উচিত হয়নিঃ ইনজামাম

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 12:28 মঙ্গলবার, 21 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) যৌথ ভাবে সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন মোহাম্মদ আমির। এমন নজরকাড়া পারফরম্যান্সের পরও পাকিস্তানের স্কোয়াডে ডাক পাননি এই পেসার। ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করেও দলে নেই আরেক পেসার ওয়াহাব রিয়াজ।

এই দুজন বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না থাকায় বিস্মিত হয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমির-ওয়াহাবদের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত ছিল বলে মনে করেন পাকিস্তানের এই সাবেক নির্বাচক।

এ প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘কয়েকটি সিদ্ধান্ত আমি বুঝতে পারছি না। ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে বাদ দেওয়া উচিত হয়নি। ওরা অভিজ্ঞ ও সীমিত ওভারে কার্যকর, খুব ভালো বল করতে পারে। টেস্ট ক্রিকেটের কারণে তাদের বাদ দেওয়ার যুক্তিটা ঠিক নয়। তাদের অভিজ্ঞতার সুবিধা নেওয়া উচিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ইনজামাম। সেই অভিজ্ঞতা থেকেই আমির-ওয়াহাবের বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। বর্তমান প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ উল হক মোট ৭টি পরিবর্তন এনেছেন পাকিস্তানের স্কোয়াডে। দলে এতো পরিবর্তন বিস্মিত করেছে ইনজামামকে।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের খেলোয়াড় নির্বাচনে এত বেশি পরিবর্তন আমাকে বিস্মিত করেছে। আমার মতে, একটা সংস্করণে এতটা বদল ঠিক নয়। সিনিয়র ও জুনিয়রের সমন্বয়েই একটা দল গঠন করা হয়।’

কিছু পরিবর্তনের প্রশংসাও করেছেন ইনজামাম। বিশেষ করে দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের অন্তর্ভুক্তি দারুণ হয়েছে বলে মনে করেন তিনি। আহসান আলীকেও রাখার সিদ্ধান্তের প্রশংসা করেছেন ইনজামাম।

তিনি বলেন, ‘শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে আনাটা খুব ভালো সিদ্ধান্ত। ফাস্ট বোলার হারিস সোহেলকে আনাটাও যুক্তিসংগত। ব্যাটসম্যান আহসান আলী ঘরোয়া ক্রিকেট ভালো খেলেছে, তাকে ফেরানোটাও ভালো হয়েছে।'