পাকিস্তান সফর

প্রস্তুতি ম্যাচ না থাকায় সমস্যা নেইঃ শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:03 সোমবার, 20 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২২ জানুয়ারি রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে মাঠে নামছে ২৪ জানুয়ারি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আর কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না মাহমুদউল্লাহ রিয়াদের দল। এতে চিন্তিত নন পাকিস্তান সফরে ডাক পাওয়া নাজমুল হোসেন শান্ত।

সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমকে শান্ত বলেছেন, 'আমার কাছে খুব বেশি সমস্যা মনে হচ্ছে না। কারণ সবাই খেলার মধ্যেই আছে। সবাই বিপিএলে খেলেছে এবং পারফর্মও করেছে।

প্রস্তুতির কথা যদি বলি তাহলে বলব সবাই খুব ছন্দে আছে। প্রস্তুতি ম্যাচ হচ্ছে না, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না বলে মনে করি।'

সিরিজ জয় নিয়ে আপাতত ভাবনা নেই শান্তর। জাতীয় দলের এই ওপেনার প্রতিটি ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দেয়ার কথা ভাবছেন।

তিনি আরো বলেন, 'টি-টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। সিরিজ নিয়ে আমরা ওভাবে চিন্তা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। প্রথম লক্ষ্য থাকবে প্রথম ম্যাচটি নিয়ে।

টি-টোয়েন্টিতে যেদিন যে দল ভালো খেলে সে দলের জেতা সম্ভব। আমরা সুনির্দিষ্ট ওই দিনকে নিয়ে ফোকাস করছি।'

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৫ জানুয়ারি। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সবক'টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজের পরেই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে তারা খেলবে প্রথম টেস্ট। আর তৃতীয় দফায় আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডঃ 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।