বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তান সফরের অনুশীলন ক্যাম্পে রানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:31 সোমবার, 20 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বহু চর্চিত পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পর রবিবার থেকে তিন দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই ক্যাম্পে যোগ দিয়েছেন টেস্ট ক্রিকেটাররাও। পাকিস্তান সফরের আগে নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্যে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি দলে ডাক না পেলেও ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে ছিলেন না তিনি। সোমবার (২০ জানুয়ারি) পাকিস্তান সফরের ক্যাম্পে নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।

বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে বেশ কিছুক্ষণ বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। এবারের বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদী হাসান রানা। দক্ষতা, বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে সকলের নজর কেড়েছেন তিনি। রানা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে দলের জয়ে অবদান রেখেছেন। তিনটিতে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন এই তরুণ।

এবারের বিপিএল পরিসংখ্যানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া হাসান মাহমুদের চেয়ে ঢের এগিয়ে রানা। ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন হাসান, রান দিয়েছেন ওভারপ্রতি ৯.২০। অপরদিকে, রানা ১০ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন সাড়ে সাত। 

বিপিএলের আগে বেশ কয়েকটি টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে পারেননি রানা। তাই তাঁকে এখনই দলে না ডেকে আরও সময় দিতে চান বিসিবির নির্বাচকরা। পুরোপুরি প্রস্তুত করতে তাঁকে জাতীয় দলের সঙ্গে রাখা হয়েছে।

অনুশীলনের প্রথম দিন ছিলেন না বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং অলরাউন্ডার মেহেদী হাসান। জ্বরের কারণে রবিবার অনুশীলনে যোগ দিতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এই তিনজনই সোমবারের অনুশীলনে যোগ দিয়েছেন। ক্যাম্পের দ্বিতীয় দিনও দলের সঙ্গে অনুশীলন করেছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং এবাদত হোসেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) শেষ দিনের অনুশীলন করবে বাংলাদেশ দল। ২২ জানুয়ারি পাকিস্তানের লাহোরের উদ্দেশে রওয়ানা দেবে দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২৪ জানুয়ারি। এরপর ২৫ জানুয়ারি দ্বিতীয় এবং ২৭ জানুয়ারি তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।