পাকিস্তান সফর

মুশফিকের ভূমিকা পূরণ নিয়ে চিন্তা নেই ব্যাটসম্যানদের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:26 সোমবার, 20 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। আসন্ন এই সফরে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের শূন্যতা পূরণ করতে বাকি ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। 

যদিও মুশফিকের ভূমিকা পূরণ নিয়ে ভাবছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাকিস্তান সফরের দলে ডাক পাওয়া ওপেনার নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তারা নির্বাচকদের বিশ্বাসের মর্যাদা দিতে চান।

শান্ত বলেছেন, 'আমাদের যে ক্রিকেটাররা আছেন এবং নির্বাচকরা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। এজন্যই আমাদের নিয়েছেন। এরকমভাবে চিন্তা করছি না যে মুশফিক ভাইয়ের জায়গায় আমাদের একটা বড় ভূমিকা পালন করতে হবে।'

নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে পাকিস্তানে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন শান্ত। পাকিস্তান সফরে ক্রিকেটারদের নিরপত্তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও ক্রিকেটাররা সফরটি নিয়ে ইতিবাচক আছেন।

এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'ওরকম কিছু না, আমরা ইতিবাচক আছি। আমাদের নিজেদের যে শক্তি ওই অনুযায়ী খেলতে পারলে খুব একটা সমস্যা হবে বলে মনে করছি না।'