বাংলাদেশ-পাকিস্তান

টি-টোয়েন্টি ক্যাম্পে চলছে টেস্টের প্রস্তুতিও

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:34 রবিবার, 19 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার তিন দিনের ক্যাম্পের প্রথম দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ঝালাই করে নেন টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তবে টি-টোয়েন্টির এই প্রস্তুতির মাঝে টেস্টের প্রস্তুতিও নিতে শুরু করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টির সঙ্গে অনুশীলন করেছেন টেস্ট দলের চার ক্রিকেটার। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে অনুশীলনে উপস্থিত ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। দুই পেসার খালেদ আহমেদ এবং এবাদত হোসেনকেও নেটে বোলিং করতে দেখা গেছে।

৮ মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন খালেদ। গেল বছর ইনজুরিতে পড়ে জুনে অস্ত্রোপচার করাতে হয়েছে ডানহাতি এই পেসারকে। এরপর থেকে পুনর্বাসনের মাধ্যমে নিজেকে ফিট করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। 

এবার পাকিস্তান সফরে দলে ফিরতে অনুশীলন শুরু করেছেন তিনি। নেটে তামিম ইকবালসহ বাকি ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করেছেন খালেদ। খালেদ-রুবেলদের সঙ্গে নিজেকে ঝালাই করে নেন এবাদতও।

এদিকে ক্যাম্পের প্রথম দিন অনুশীলনে ছিলেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জ্বরের কারণে এদিন অনুশীলনে ছিলেন না তিনি। মাহমুদউল্লাহর পাশাপাশি নাজমুল হোসেন শান্ত এবং স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসানও ছিলেন না ক্যাম্পে।

হার্টের সমস্যার কারণে বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন মেহেদীর মা। যে কারণে আজ থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পে থেকে ছুটি নেন এই তরুণ। দ্বিতীয় দিন ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।