পাকিস্তান সফর

নাম্বার ওয়ান পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:29 রবিবার, 19 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তান। অন্যদিকে ৯ নম্বরে বাংলাদেশ। সর্বশেষ ভারত সফরে দারুণ খেলেও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে পাকিস্তানকে এবার তাদের মাটিতেই হারাতে চায় বাংলাদেশ।

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, তিনি দেখতে চান বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে তাঁর শিষ্যরা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে জয় প্রত্যাশা করছেন তিনি।

ডমিঙ্গো বলেছেন, ‘আমরা দেখতে চাই এক নম্বর দলটির বিপক্ষে আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। ভারতকে কিন্তু প্রায় হারিয়ে দিয়েছিলাম। সে জন্যই দেখতে চাই পাকিস্তানের বিপক্ষে কতটা ভালো খেলি এবং ওদের হারাতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অভিজ্ঞ দুই অলরাউন্ডার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজকে দলে ফিরিয়েছে পাকিস্তান। তাই তাদের দলটিকে সমীহ করছেন বাংলাদেশ কোচ। এই সফর নিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘পাকিস্তান টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল। তারা শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজকে দলে ফিরিয়েছে এবং মোহাম্মদ আমিরকে বাদ দিয়েছে। টি-টোয়েন্টিতে পাকিস্তান কিন্তু দারুণ দল। তবে আমরা ওখানে আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছি। আমাদের টি-টোয়েন্টি ক্রিকেট উন্নতি করছে।’