পাকিস্তান সফর

পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা দেখবে বিসিবি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:59 রবিবার, 19 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কদিন পরেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এই সিরিজটি কভার করতে পাকিস্তান যাবেন বাংলাদেশের অনেক ক্রীড়া সাংবাদিকও। পাকিস্তানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অনেক কথা হলেও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আলোচনার বাইরে ছিল।

রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও ভাবছেন তারা। বাংলাদেশের সাংবাদিকরা পাকিস্তানে যেন সর্বোচ্চ নিরাপত্তা পান, সেটা নিশ্চিত করবে বিসিবি।

পাপন বলেছেন, ‘এগুলোই আলাপ করতে এসেছি যে কে যাচ্ছে, না যাচ্ছে। তবে আপনারাও সর্বোচ্চ নিরাপত্তা পান সেটা দেখাও আমাদের দায়িত্ব। আপনারা যদি জানান কে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, তাহলে আমরা অবশ্যই পিসিবিকে জানাব। আমরা বলব যেন সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারটি আপনাদের জন্য নিশ্চিত করা হয়।’

তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। প্রথম দফায় ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি কভার করতে যাওয়া সাংবাদিকরা চাইলে বিসিবির কর্মকর্তা এবং ক্রিকেটারদের সঙ্গেও যেতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘সাংবাদিকরা কি আমাদের সঙ্গে যাচ্ছে? মানে আমি জানতে চাচ্ছি যে আপনারা কি আমাদের সঙ্গে যাচ্ছেন নাকি আলাদা আলাদা যাচ্ছেন? যদি আলাদা যান তাহলে একটা ব্যাপার, আর যদি একসঙ্গে যান তাহলে আরেকটা ব্যাপার। একসঙ্গে গেলে সহজ, একসঙ্গে সব করে ফেলা যায়।’