বাংলাদেশ-ভারত সিরিজ

ভারতে সাকিবকে মিস করেছিঃ পাপন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:15 রবিবার, 19 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সর্বশেষ ভারত সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে দারুণ চমক দেখিয়েছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। এই সিরিজে সাকিব আল হাসানের শূন্যতা অনুভব করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা না জানিয়ে ভারত সিরিজের আগে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। এ ছাড়া পারিবারিক কারণে ভারত সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবালও। দলের শীর্ষ দুই ক্রিকেটারকে ভারতের বিপক্ষে তাই কিছু শূন্যতা নিয়েই খেলেছিল বাংলাদেশ। এ কথা স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেছেন, 'আসলে সমস্যাটা হচ্ছে কি ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজটি আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচটি জেতার পরে আমাদের জয়ের মতো অবস্থা ছিল। আর শেষ ম্যাচটিতে তো অবশ্যই। সে জায়গায় আমরা পারিনি। ওখানটায় কিন্তু আমরা সবচেয়ে বেশি মিস করেছি সাকিবকে। সাকিব ছিল না, তামিম ছিল না-সেখানে তো একটা গ্যাপ ছিলোই।'

ভারতের বিপক্ষে শূন্যতা থাকলেও এবার আটঘাট বেধেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা পারফর্মারদের নিয়েই পাকিস্তান সফরের স্কোয়াড সাজিয়েছে বিসিবি। তারা পাকিস্তানে ভালো করবেন বলেই বিশ্বাস পাপনের।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা যে ধরণের খেলোয়াড় চাই তেমন কিছু খেলোয়াড় আমাদের চোখে পড়েছে। তবে খেলা যেমন চেয়েছি, আপনি দেখেন যেটা বলছিলাম, লিটন দাস ফর্মে এসেছে। তামিম অনেকদিন পরে খেলায় ফিরেছে। এখনও তার মারমুখী খেলা দেখিনি কিন্তু অন্তত সে ধীর স্থির। ওর মধ্যে একটা আত্মবিশ্বাস এসেছে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি আফিফ বলেন, যেভাবে সে ব্যাট করেছে দেখুন। এরপরে নাঈম বলেন, শান্ত বলেন, মেহেদী এরা যে খেলাটি খেলেছে তাতে করে মনে হচ্ছে যে ওরা একটা ছন্দে এসেছে।'

পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যদিও ঘরের মাঠে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং ভারত সফরে না থাকলেও পাকিস্তান সফরে যাচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।