বোলিং কোচ

বাংলাদেশের বোলিং কোচ চূড়ান্তঃ পাপন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:09 রবিবার, 19 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চার্ল ল্যাঙ্গেভেল্ট চলে যাওয়ার পর থেকে খালিই পড়ে আছে বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচের পদটি। তবে পাকিস্তান সফরের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুই একদিনের মধ্যেই নতুন কোচের নামও ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন তিনি।  নতুন বোলিং কোচ কে হবেন সেটি নিয়ে বোর্ড আনুষ্ঠানিক কিছু না জানালেও ধারণা করা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসনের প্রতি ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। 

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন গিবসন। সেসময়ই তাঁকে বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয় বলে জানা যায়। বোর্ড প্রধান অবশ্য এই ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু জানাননি। 

তিনি বলেন, 'বোলিং কোচ মোটামুটি চূড়ান্ত। চুক্তি করার আগে নিশ্চিত করছি না, তবে মোটামুটি আমরা সবকিছু ঠিক করে ফেলেছি। ঘোষণা আজকে না হলেও কাল চলে আসবে। দলের সঙ্গে সফর করবে কিনা সেটা নিয়েই কথা হচ্ছে।' 

কোচ হিসেবে ব্যাপক খ্যাতি রয়েছে ৫০ বছর বয়সী গিবসনের। ২০১২ সালে তাঁর অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইংল্যান্ডের পর দুই বছর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন তিনি।