বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশ সিরিজের টিকেট মূল্য কমালো পিসিবি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:35 শনিবার, 18 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি, টেস্ট এবং ওয়ানডে সিরিজের টিকেট মূল্য নির্ধারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মাঠে দর্শক টানতে টিকেটের মূল্য কমিয়েছে তারা। 

টি-টোয়েন্টি সিরিজে গাদ্দাফি স্টেডিয়ামের এএইচ কার্দার, রাজাস, জাভেদ মিয়াদাদ এবং সাইদ আনোয়ার এনক্লোসার্সের টিকেট বিক্রি করা হবে এক হাজার রুপিতে। গত শ্রীলঙ্কা সিরিজে যার মূল্য ছিল এক হাজার ৫০০ রুপি। 

অপরদিকে ইমরান খান এবং ফজলে মাহমুদ এনক্লোসার্সের টিকেট ৩ হাজার থেকে ২ হাজার রুপি করা হয়েছে। এছাড়াও ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস এনক্লোসার্সের টিকেট এক হাজার কমিয়ে রাখা হয়েছে ৪ হাজার রুপি।   

তবে ইনজামাম-উল-হক, নাজর, কাইদ, ইমতিয়াজ আহমেদ, জহির আব্বাস, হানিফ মোহাম্মদ, মজিদ খান, আব্দুল কাদির, সাইদ আহমেদ এবং সরফরাজ নাওয়াজ এনক্লোসার্সের টিকিট আগেরটাই (৫০০ রুপি) রাখা হয়েছে। 

এদিকে ফেব্রুয়ারির ৭ তারিখ রাওয়ালপিন্ডিতে শুরু যাওয়া প্রথম টেস্টের টিকেট পাওয়া যাবে সর্বনিম্ন ৫০ রুপিতে। এই মূল্য প্রযোজ্য মিরান বাকশ, শোয়েব আখতার, সোহেল তানভির এবং ইয়াসির আরাফাত এনক্লোসার্সের জন্য। 

এছাড়া আজহার মাহমুদ, ইমরান খান, জাভেদ আখতার এবং জাভেদ মিয়াদাদ এনক্লোসার্সের টিকেট নির্ধারণ করা হয়েছে ১০০ রুপি। তবে এপ্রিলে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টেস্টের টিকেট মূল্য এখনও নির্ধারণ করেনি পিসিবি।