ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের মান বাঁচানোর লড়াই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:13 শনিবার, 18 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ হারানোর সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে আইরিশরা। রবিবার (১৯ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।

সফরকারীদের জন্য ম্যাচটি সিরিজ জয়ের সুযোগ হলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য মান বাঁচানোর লড়াই। সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে আয়ারল্যান্ডের বিপক্ষে হারে স্বাগতিকরা। পল স্টার্লিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০৯ রানের লক্ষ্য পায় কাইরন পোলার্ডের দল। বিশাল এই লক্ষ্য প্রায় তাড়া করে ফেলেছিল তারা। ২০৪ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।

ব্যাটসম্যানরা চেষ্টা চালালেও ম্যাচটি হারের সম্পূর্ণ দায়ভার ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। বিশেষ করে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৮ রান দেয়া অভিজ্ঞ পেসার কেসরিক উইলিয়ামসকে।

২০১৬ সালে শেষবার পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল আয়ারল্যান্ড। এরপর থেকে ৪৪টি ম্যাচের মধ্যে মাত্র ১৮টিতে জয়ের মুখ দেখেছে আয়ারল্যান্ড।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে জেতে আইরিশরা। দ্বিতীয় ম্যাচে জিততে হলে ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে আরও একবার। সঙ্গে প্রথম ম্যাচে খরুচে বোলিং করার স্পিনারদেরও আঁটসাঁট বোলিং করতে হবে।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ লেন্ডল সিমন্স, এভিন লুইস, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, ডোয়াইন ব্রাভো, হেইডেন ওয়ালশ, খেরি পিয়েরে, কেসরিক উইলিয়ামস, শেলডন কটরেল।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশঃ পল স্টার্লিং, কেভিন ও'ব্রায়ান, অ্যান্ডি বালবিরনি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, জস লিটল, ক্রেইগ ইয়ং।