Connect with us

পাকিস্তান সফর

সুযোগ পেতেই হবে এমন নয়ঃ মেহেদী


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন মেহেদী হাসান। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা প্লাটুনের হয়ে অসাধারণ পারফর্ম করা এই অলরাউন্ডার এমন খবরে খুশিতে হাওয়ায় ভাসছেন না। কোচের দিক নির্দেশনা অনুযায়ী পারফর্ম করতে মুখিয়ে আছেন তিনি।

দলে ডাক পাওয়ার পর ক্রিকফ্রেঞ্জিকে মেহেদী বলেছেন, ‘কিছুই মনে হচ্ছে না। একদম স্বাভাবিক। আমি যে রকম স্বাভাবিক থাকি সবসময়, ওরকমই আছি। এমন না যে সুযোগ পেতেই হবে এমন কিছু ছিল। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি, তারাও আমাকে দলে যোগ্য মনে করে ডেকেছে।’


সদ্য সমাপ্ত বিপিএলে ২৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ১৩৬.০২ স্ট্রাইক রেটে, তিনটি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৫৩ রান। ৬.৭৬ ইকোনমিতে বল হাতেও সফল ছিলেন ডানহাতি এই স্পিনার।


২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মেহেদীর। অভিষেকের ম্যাচে ব্যাট-বল হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। এবার বিপিএলে তিন নম্বর পজিশনে দুটি ম্যাচজয়ী ইনিংস খেলা মেহেদীর তেমন কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। কোচের পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চান তিনি।

তিনি বলেন, ‘এমন কোনো পরিকল্পনা নেই আমার। কোচের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে চাই। কোচ যেভাবে বলবে বা টিম ম্যানেজমেন্ট যেভাবে বলবে, সেভাবেই খেলে যেতে চাই এবং পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চাই।’

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের পরই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।  
 

সর্বশেষ

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপে ৬ নম্বরে ভারতের ভরসা সূর্যকুমার

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘রাত তিনটায়ও ডেথ ওভারে ভালো বোলিং করবে মুস্তাফিজ’

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

খুলনার হয়ে খেলবেন ধনঞ্জয়া-ফাহিম

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

দলে ফিরেও খেলা হচ্ছে না ম্যাক্সওয়েল-স্টার্কের

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বৃষ্টির কারণে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নরকিয়া-মাগালা

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

পুনর্বাসনেও চোট, বিশ্বকাপে অনিশ্চিত হাসারাঙ্গা

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

আরও একটি বিশ্বকাপে অনিশ্চয়তার মুখোমুখি নরকিয়া

২০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৩

৯৬ এর চেয়ে শ্রীলঙ্কা দলে এখন বেশি প্রতিভাবান আছে: রানাতুঙ্গা

আর্কাইভ

বিজ্ঞাপন