বিপিএল

ক্রিকেট কখনোই জীবনের আগে নয়ঃ মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 01:30 শনিবার, 18 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করে এমন সংবাদ। এরপর বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষে স্বয়ং মুশফিকই বিষয়টির খোলাসা করেছেন।

পাকিস্তানে নিরাপত্তা ইস্যুতে মূলত মুশফিকের পরিবার না চাওয়ার কারণে সফরটি থেকে নিজেকে সরিয়ে রাখছেন মুশফিক।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে ফাইনাল হারের পর বলেন, 'পারিবারিক কারণে যাচ্ছি না। পরিবারের কথা আমি আগেও বলেছি। তারা ভীত, শঙ্কিত। এই অবস্থায় আমি পাকিস্তান গিয়ে খেলতে পারি না।'

নিরাপত্তার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও নিজের নাম সরিয়ে নেন মুশফিক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও বলেন, 'আমার কাছে কিন্তু সুযোগও ছিল পিএসএলের মতো বড় আসরে খেলার। আমি কিন্তু শুরুতেই না করে দিয়েছি।

কারণ আমি জানি এবার পুরো আসর পাকিস্তানে হবে। আমি তখনই বলেছি, এখানে যেহেতু আমার পরিবার অনুমতি দিচ্ছে না। আমি যেতে পারি না। জীবনের আগে কখনোই ক্রিকেট না।'

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

পেস বোলিং কোচ না থাকায় বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ চম্পাকা রামানায়েকে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন।