বিপিএল

এটার চেয়ে বড় পাপ হতে পারে নাঃ মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:21 শনিবার, 18 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পরিবারের আপত্তির কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। মূলত নিরাপত্তার কারণেই বাংলাদেশের এই উইকেটরক্ষকের পরিবারের শঙ্কা। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এ নিয়ে স্পষ্ট কথা বলেছেন মুশফিক। 

বাংলাদেশের সিরিজ থেকে বিশ্রাম নেয়া তাঁর জন্য অনেক বড় 'পাপের শামিল' এমনটাও বলেছেন বাংলাদেশের সিনিয়র এই ক্রিকেটার।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে ফাইনাল শেষে মুশফিক বলেন, 'আমাকে যদি বলেন বাংলাদেশের একটা সিরিজ থেকে বিশ্রাম নিতে হবে। এটার চেয়ে বড় পাপ হতে পারে না।'

এর আগে ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছেন মুশফিক। আগামি কয়েক বছরে বেশ কয়েকটি দল যদি খেলার জন্য পাকিস্তানে যায়, তাহলে সুযোগ মিললে তিনিও যাবেন, এমনটা জানিয়ে রাখলেন মুশফিক।

তিনি বলেন, 'আমি জানি গত দুই বছর পাকিস্তান অনেক ভালো জায়গা। কিন্তু আরও দল যদি সেখানে যায় ব্যক্তিগতভাবে আমার আত্মবিশ্বাস আসবে। আমি পাকিস্তানে আগেও গিয়েছি। ২০০৮ সালে ওই ঘটনার আগে।

উপমহাদেশে খেলার জন্য সেটা ভালো জায়গা অবশ্যই। পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট মিস করব। আগামি ২-৩ বছর যদি সবগুলো দল একটানা পাকিস্তান যায়, আমারও যদি সুযোগ আসে, তাহলে না যাওয়ার কারণ নেই।'