বিপিএল

ফাইনালের সেরাঃ আন্দ্রে রাসেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:43 শুক্রবার, 17 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বিদেশি অধিনায়ক হিসেবে শিরোপা জিতলেন আন্দ্রে রাসেল। খুলনা টাইগার্সলে ২১ রানের ব্যবধানে হারিয়েছে তাঁর দল রাজশাহী রয়্যালস।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের মতো ফাইনালেও অসাধারণ খেলেছেন রাসেল। শেষদিকে নেমে ১৬ বলে অপরাজিত ২৭ রানের অসাধারণ একটি ক্যামিও খেলেছেন তিনি।

ব্যাট হাতে দুর্দান্ত খেলা রাসেল বল হাতেও ভালো করেছেন। এ দিন মোট ১১টি ডট বল দিয়েছেন তিনি, নিয়েছেন দুই উইকেট। খুলনার অধিনায়ক মুশফিককে বোল্ড করে ফিরিয়েছেন রাসেল।

১৫ বলে ২১ রান করা মুশফিক রাজশাহীর জয়ে বড় বাধা হতে পারতেন। কিন্তু তেমন কোনো সুযোগই দেননি রাসেল।

ব্যাটে-বলে ভালো দারুণ খেলা ছাড়াও পুরো আসরে অসাধারণ অধিনায়কত্ব করেন আন্দ্রে রাসেল। এই কারণে ফাইনালের সেরা হওয়ার পাশাপাশি সিরিজের সেরাও নির্বাচিত হন তিনি।