বিপিএল

ফ্রাইলিঙ্ক-মুশফিকের কাঁধে খুলনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:19 শুক্রবার, 17 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ নাওয়াজ এবং আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে রাজশাহী রয়্যালস। শিরোপা জেতার লক্ষ্যে ব্যাটিং করছে খুলনা।

ফ্রাইলিঙ্ক-মুশফিকের কাঁধে খুলনাঃ

রুশো-শামসুরের জুটি ভাঙেন মোহাম্মদ নাওয়াজ। ২৬ বলে ৩৭ রান করা রুশোকে ফেরান তিনি । রুশো ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন শামসুর। ৪৩ বলে ৫২ রান করা শামসুরকে ফেরান কামরুল ইসলাম রাব্বি।

এরপর নাজিবুল্লাহ জাদরানকেও (৪) দ্রুত ফেরান রাব্বি। উইকেটে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও রবি ফ্রাইলিঙ্ক।

রুশো-শামসুরে খুলনার স্বপ্ন অব্যাহতঃ

মাত্র ১১ রানে দুই উইকেট পড়ার পর খুলনার হাল ধরেন শামসুর রহমান শুভ ও রাইলি রুশো। আস্থার সঙ্গে ব্যাট চালিয়ে দুজনে মিলে গড়েন ৭৪ রানের জুটি।

খুলনার দুই ওপেনার সাজঘরেঃ

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে খুলনা। নাজমুল হোসেন শান্তকে (০) ফিরিয়েছেন মোহাম্মদ ইরফান। আবু জায়েদের বলে ফিরে যান মেহেদী হাসান মিরাজ (২)।

সংক্ষিপ্ত স্কোরঃ

রাজশাহী রয়্যালসঃ ১৭০/৪ (২০ ওভার)
(শুক্কুর ৫২, নাওয়াজ ৪১*, রাসেল ২৭*; আমির ২/৩৫)
খুলনা টাইগার্সঃ ১০৬/৫ (১৪ ওভার)
(মুশফিক ৪*, ফ্রাইলিঙ্ক ১*)

রাজশাহী রয়্যালস একাদশঃ

লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ ইরফান। 

খুলনা টাইগার্স একাদশঃ

নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।