বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশকে ভয়ঙ্কর বললেন মিসবাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:45 শুক্রবার, 17 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান দলকে সাবধান করেছেন মিসবাহ উল হক। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশকে ভয়ঙ্কর দল মনে করেন পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ।

টি-টোয়েন্টি ফরম্যাটে নবম অবস্থানে বাংলাদেশ, আর পাকিস্তান অবস্থান করছে শীর্ষে। তবুও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক পাকিস্তান।

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। অন্যদিকে, ভারতের মাটিতে লড়াই করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হারলেও ভারতের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল তারা।

আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ বলেন, 'সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দল। সম্প্রতি তারা অনেক ক্রিকেট খেলেছে। এরপরই পাকিস্তানে খেলতে আসছে। এই ফরম্যাটে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়।'

'আপনাকে সেরাটা দিয়ে খেলতে হবে। বাংলাদেশ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আমরা এটা জানি। আমাদের জিততে হলে সেরা খেলাটা খেলতে হবে।' যোগ করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে ৮টিতে জয় এবং ২টিতে পরাজিত হয়েছে তারা। বাংলাদশের বিপক্ষে ২টি হার শেষ ৩ ম্যাচে।

তাই সতর্ক অবস্থানে থেকেই মাঠে নামবে পাকিস্তান। বাবর আজমের দলের কাছে সেরা পারফরম্যান্সটা চাচ্ছেন কোচ মিসবাহ।