বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পাকিস্তান সফরে ল্যাঙ্গেভেল্টের স্থলাভিষিক্ত রামানেয়েকে

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:10 শুক্রবার, 17 জানুয়ারি, 2020

 || ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

চার্ল ল্যাঙ্গেভেল্ট চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচের পদটি শূন্য রয়েছে। তাই আসন্ন পাকিস্তান সফরে অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান চাম্পকা রামানায়েকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এরই মধ্যে নিশ্চিত করেছেন বিষয়টি। 

এছাড়াও ফিল্ডিং এবং স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকবেন বাংলাদেশের সোহেল ইসলাম। নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সফরে যেতে অপারগতা জানিয়েছেন দলের ফিল্ডিং কোচ রায়ান কুক এবং স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি। তাঁদের পরিবর্তে সাবেক স্পিন বোলিং কোচ সোহেলে ভরসা রাখছে বিসিবি।  

তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগামী ২৪, ২৫ এবং ২৭ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচের সিরিজ।  

এরপর ১০দিনের বিরতির পর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান এবং বাংলাদেশ। তবে টেস্টের জন্য এখনও পেস বোলিং কোচ চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এদিকে ল্যাঙ্গেভেল্ট চলে যাওয়ায় বাংলাদেশের পরবর্তী পেস বোলিং কোচ কে হচ্ছেন সেটি নিয়ে আলোচনা করছে বিসিবি। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসনের সঙ্গেও আলাপ করেছে তারা। পাশাপাশি সাবেক প্রোটিয়া পেসার নানটি হাওয়ার্ডও কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন।