বিপিএল

ফাইনালের পর পার্টি করবঃ রাসেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:46 বৃহস্পতিবার, 16 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস। তবে এই জয় এখনই উদযাপন করতে চান না রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। ফাইনাল জিতে শিরোপা ঘরে তোলার পরই পার্টি করবে রাজশাহী, জানিয়েছেন এই ক্যারিবিয়ান।

ফাইনালে ওঠার লড়াইয়ে ২২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন রাসেল। এবারের বিপিএলে ব্যাট হাতে এভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ডানহাতি এই ব্যাটসম্যানকে। গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজের সামর্থ্য দেখিয়েছেন রাসেল।

৪ বল হাতে থাকতেই ২ উইকেটের জয় পায় রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাসেল বলেন, 'উদযাপন করার জন্য ক্লাব আছে কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। কারণ আমাদের দুই দিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমি সেই ম্যাচের পরই পার্টি করতে চাই।'

বুধবারের ম্যাচটি প্রায় হাত থেকে ফসকে গিয়েছিল রাজশাহীর। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। কিন্তু হাল ছাড়েননি রাসেল, ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন তিনি। দলের জয় নিয়েই মাঠ ছাড়েন এই ক্যারিবিয়ান।

আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) শিরোপা ঘরে তোলার লড়াইয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।