বিপিএল

স্বাধীনতা পেয়েছে বলেই মুশফিক সফলঃ সুজন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:09 বুধবার, 15 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দল হিসেবে ফাইনালে ওঠেছে খুলনা টাইগার্স। মুশফিকুর রহিমের নেতৃত্বে দল হিসেবে পুরো আসরে দারুণ ক্রিকেট খেলেছে টাইগার্সরা। খুলনার পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, অধিনায়ক মুশফিককে স্বাধীনতা দেয়ার ফলেই সফল খুলনা।
 

বিপিএলের ৬টি আসর গেলেও অধিনায়ক হিসেবে ফাইনাল খেলতে পারেননি মুশফিক। বিপিএলের বিশেষ আসরে ভাগ্য বদলেছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে বিপিএল শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

টুর্নামেন্টজুড়ে দলের পক্ষে নিজের সেরাটা দিয়েছেন মুশফিক। দুবার সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেও ৯৬ এবং ৯৮ রানের ইনিংস এসেছে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এ ছাড়া এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। ৪৭০ রান নিয়ে সবার ওপরে আছেন তিনি।

মুশফিককে নিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমার মনে হয় না মুশফিককে নিয়ে বাড়তি কিছু বলার আছে। সে অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। নিজের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা আছে ওর। সে এটা করতে পারছে। তাই দল ভালো করছে।’

‘দল নিয়ে সে অনেক খুশি। স্পন্সররা কোনো প্রকার হস্তক্ষেপ করছে না দল নির্বাচনের ক্ষেত্রে। এ ছাড়া দলে বাড়তি কোনো চাপ নেই। সবাই সবার স্বাচ্ছন্দ্য মোতাবেক খেলছে।’ আরও যোগ করেন খুলনার পরিচালক।

মুশফিককে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মানছেন সুজন। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের মতে, ম্যাচের পরিস্থিত খুব ভালোভাবে বুঝতে পারেন মুশফিক। এ কারণেই বেশি সফল তিনি।

সুজন বলেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান সে। প্রতিনিয়ত সে উন্নতি করছে। এই ফরম্যাটে সে পরিস্থিতি বুঝে ব্যাটিং করছে, তাই আরও বেশি পরিমাণে সফল হচ্ছে। এ ছাড়া দলকে সে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করে। ক্রিকেটের প্রতি সে অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ।’