বিপিএল

খুলনার বিপক্ষে খেলতে লড়াইয়ে রাজশাহী-চট্টগ্রাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:29 মঙ্গলবার, 14 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। অপর দল হিসেবে ফাইনাল ওঠার দৌড়ে রয়েছে রাজশাহী রয়্যালস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার বিপক্ষে ফাইনাল খেলতে বুধবার (১৫ জানুয়ারি) মুখোমুখি হবে রাজশাহী এবং চট্টগ্রাম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

এবারের বিপিএলে দল হিসেবে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল চট্টগ্রাম। সবার আগে প্লে অফের টিকেট কাটে দলটি। কিন্তু শেষের কয়েকটি ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে তারা। গ্রুপ পর্ব শেষে মাহমুদউল্লাহ রিয়াদের দলের অবস্থান ছিল তৃতীয়।

অবশ্য প্লে অফে আবারও ঘুরে দাঁড়ায় তারা। ঢাকা প্লাটুনকে এলিমিনেটর ম্যাচে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চট্টগ্রাম। তাই আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে দলটি। তবে রাজশাহীকে নিয়েও ভাবতে হচ্ছে তাদেরকে।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে আন্দ্রে রাসেলের দল। দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তারা। বিশেষ করে রাজশাহীর টপ অর্ডার নিয়ে ভাবছে চট্টগ্রাম। এখন পর্যন্ত লিটন দাস এবং আফিফ হোসেনের উদ্বোধনী জুটি রাজশাহীকে ৭টি ম্যাচে পঞ্চাশোর্ধ রান এনে দিয়েছে।

সঙ্গে ডানহাতি ব্যাটসম্যান শোয়েব মালিক রয়েছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে এই তিনজনকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে চট্টগ্রাম। দলটির ম্যানেজার ফাহিম মুনতাসির বলেন, ‘অবশ্যই রাজশাহী ভারসাম্যপূর্ণ দল। ওদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করছে। যেদিন টপ অর্ডার রান করেছে, সেদিন ম্যাচ জিতেছে তারা। বিশেষ করে আফিফ, লিটন, শোয়েব মালিক ইনফর্মে আছে। ওদেরকে নিয়ে আমরা অবশ্যই পরিকল্পনা করব।’

পুরো টুর্নামেন্টে ভালো খেলে প্রথম কোয়ালিফায়ারে খেই হারিয়ে ফেলে রাজশাহী। খুলনার বিপক্ষে হেরে বসে তারা। তাই মানসিকভাবে নিজেদেরকে কিছুটা পিছিয়ে রাখছেন রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার। তবে ফাইনাল খেলতে দৃঢ় প্রতিজ্ঞ দলটি।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেন, ‘চট্টগ্রামের চেয়ে মানসিকভাবে আমরা পিছিয়ে আছি, তবে আমরা ভালো ক্রিকেট খেলেই এখানে এসেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উত্থান-পতন থাকেই। আপনারা জানেন আমরা আজকে বেশকিছু চিত্তবিনোদনমূলক কার্যক্রম করেছি যা আমাদের মানসিকভাবে ফুরফুরে রাখতে পারে। আশাকরি আমরা জিততে পারব এবং ফাইনাল খেলব।’

এখন পর্যন্ত বিপিএলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল এবং চট্টগ্রামের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুজনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে তাদের দল। চট্টগ্রাম পেসার মুক্তার আলী তো বলেই দিয়েছেন, রাজশাহীর বিপক্ষে গেইল খেললে তাঁদের আর কারও খেলা লাগবে না।

তিনি বলেছেন, ‘গেইল আসাতে আমাদের একটা আত্মবিশ্বাস জন্মায় যে সে খেলছে, কিন্তু যেদিন গেইল খেলবে আর কারও খেলা লাগবে না।’ গ্রুপ পর্বে দুবার মুখোমুখি হয়েছে রাজশাহী-চট্টগ্রাম। একবার করে জিতেছে দুই দলই।  
 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভাব্য একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, ক্রিস গেইল, জিয়াউর রহমান, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান, রায়াদ এমরিট, আসেলা গুনারত্নে, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মেহেদী হাসান রানা।

রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশঃ লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ ইরফান।