বিপিএল

মুশফিকের সাত বছরের অপেক্ষার অবসান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:07 মঙ্গলবার, 14 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর থেকেই খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে অবদান রাখলেও এখন পর্যন্ত কোনো দলের হয়ে শিরোপা জিততে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। এমনকি ফাইনালেও খেলা হয়নি তাঁর। এবার প্রথমবারের মতো বিপিএলের ফাইনাল খেলতে যাচ্ছেন খুলনা টাইগার্সের নেতৃত্ব থাকা মুশফিক।

২০১২ সাল থেকে শুরু হয়েছে বিপিএল। এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে ছয়টি আসর। যেখানে শেষ চারে তিনবার খেলেছেন মুশফিক। বাকি তিনবার লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে তাঁর দল। এবার বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে তাঁর দল খুলনা টাইগার্স।

এবারের টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে খুলনা। মুশফিকের নেতৃত্বে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। গত সোমবার প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে দলটি। এর মধ্য দিয়ে সাত বছরের অপেক্ষার অবসান ঘটে মুশফিকের!

বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন দেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই আসরে মুশফিকের দল নক আউট পর্ব থেকে বাদ পড়ে। ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না এই ডানহাতি। ১১ ম্যাচে ২৩৪ রান করেন তিনি। প্লে অফ পর্বে বরিশাল বার্নাসের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় রাজশাহীকে।

দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের হয়ে খেলেন মুশফিক। এবারও সেরা চার থেকে বিদায় নেয় তাঁর দল। তবে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিক। ১৩ ম্যাচে ৪৪০ রান করেন এই ব্যাটসম্যান। পরের দুই আসরে সিলেট সুপারস্টার্স এবং বরিশাল বুলসের হয়ে খেলেন মুশফিক। এই দুইবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে তাঁর দল। সিলেটের হয়ে ১০ ম্যাচে মাত্র ১৫৭ রান করেন মুশফিক। পরের আসরে অবশ্য বরিশালের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ১২ ম্যাচে ৩৪১ রান করেন এই ডানহাতি।

পঞ্চম আসরে মুশফিককে দলে নেয় রাজশাহী কিংস। এই আসরে ব্যাট হাতে বাজে সময় কাটান তিনি। ১২ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ১৮৫ রান। সেবার টুর্নামেন্টে ষষ্ঠ দল হিসেবে শেষ করে রাজশাহী।  বিপিএলের সবশেষ আসরে মুশফিককে দলে নেয় চিটাগং ভাইকিংস। 

গত আসরে ১৩ ম্যাচে ৪২৬ রান তুলে দলকে এলিমিনেটর ম্যাচ খেলান মুশফিক। কিন্তু ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হারতে হয় তাঁর দলকে। ফাইনাল খেলার স্বপ্ন আরও একবার ভাঙে মুশফিকের। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। এবার মুশফিকের অপেক্ষা শিরোপা ছুঁয়ে দেখার।