জাতীয় লিগ

বাড়ছে জাতীয় লিগে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:33 সোমবার, 06 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) পারফরম্যান্সেরভিত্তিতে ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর বিসিবির এই চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

কেন্দ্রীয় চুক্তিতে জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়। এই ক্রিকেটাররা দেশসেরা, তাই বেতন ভাতাও বেশি পেয়ে থাকেন। কেন্দ্রীয় চুক্তির বাইরেও ক্রিকেটারদের বেতন দেয় বিসিবি। যে চুক্তিতে থাকেন জাতীয় লিগের সেরা পারফরমাররা।

গত বছর জাতীয় লিগের চুক্তিবদ্ধ ক্রিকেটার সংখ্যা ছিল ৮০ জন। এ বছর আরও ১০ জন বাড়ানো হবে বলে জানিয়েছেন নান্নু।

বিসিবির প্রধান নির্বাচক বলেন, 'তালিকা তৈরি করে বিসিবির কাছে উপস্থাপন করব আমরা। শুধু জাতীয় লিগ নয়, কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের সংখ্যাও বাড়ানো হবে।'

বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল জাতীয় লিগের ক্রিকেটারদের বেতনভুক্তি করেছিলেন। ২০১২ সালে ১২০ জন ক্রিকেটারকে চুক্তিভুক্ত করে বিসিবি। রহস্যজনক কারণে গত কয়েক বছরে সংখ্যাটা কমে ৮০ জনে পরিণত হয়েছে। ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে সংখ্যাটি আবারও বাড়ানো হচ্ছে।

গত বছরের অক্টোবরে হওয়া ক্রিকেটারদের আন্দোলনে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর দাবি ওঠে। মোট ১১ দফা দাবি করেছিলেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ১১ দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এরই অংশ হিসেবে জাতীয় লিগের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে গত মৌসুম থেকে। সেদিক থেকে চুক্তিতে থাকা ক্রিকেটাররা আর্থিকভাবে কিছুটা লাভবান হচ্ছেন।