বিপিএল

মুস্তাফিজকে সব ম্যাচ খেলানোর নিশ্চয়তা দিলেন নবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:00 মঙ্গলবার, 10 ডিসেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

রংপুর রেঞ্জার্সের একাদশে অবধারিতভাবে থাকার কথা মুস্তাফিজুর রহমানের। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে তাঁকে ঘিরে জন্ম নিয়েছে কিছু প্রশ্নের। একাদশে রাখা হবে কিনা, সব ম্যাচ খেলানো হবে কিনা ছন্দহীন মুস্তাফিজকে; এসব প্রশ্ন উঠেই যাচ্ছে।

এমন অবস্থায় মুস্তাফিজের হয়ে ব্যাট ধরেছেন দলটির অধিনায়ক মোহাম্মদ নবি। বাঁহাতি এই পেসারকে সবগুলো ম্যাচ খেলানো হবে বলে নিশ্চয়তা দিয়েছেন তিনি। একইসঙ্গে সমস্যা নিয়েও মুস্তাফিজের সঙ্গে কাজ করার কথা জানান নবি।

আফগানিস্তানের তারকা এই অলরাউন্ডার বলেন, ‘এটা খুব জরুরি না যে মুস্তাফিজ ছন্দে আছে কিনা। সে ছন্দে ফিরে আসবে। আমরা দল হিসেবে কাজ করব এবং তার সমস্যা নিয়ে আলোচনা করব। তাকে প্রতিটি ম্যাচে খেলানো হবে এবং একসঙ্গে কাজ করব আমরা।’

দীর্ঘদিন ধরে নিজেকে খুঁজে ফিরছেন মুস্তাফিজ। কিন্তু পুরনো সেই ছন্দে ফেরা হচ্ছে না তাঁর। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও নিষ্প্রভ ছিলেন তিনি।

৪ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার। সম্প্রতি ভারতের মাটিতে খেলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি উইকেটও পাননি তিনি।

মুস্তাফিজের বিপিএল রেকর্ডও সন্তোষজনক বলা যায় না। বিপিএলে ২৭ ম্যাচ খেলা এই পেসার নিয়েছেন ৩০ উইকেট। যেখানে তাঁর বোলিং গড় ২২.৫৩।