বিপিএল ২০১৯

সাকিবকে মিস করবে বিপিএলঃ রাসেল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:17 মঙ্গলবার, 10 ডিসেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

নিষেধাজ্ঞার কারণে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেই সাকিব আল হাসান। রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল মনে করেন, বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে মিস করবে এবারের বিপিএল।

রাসেলের বিশ্বাস, সাকিব আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন এবং লক্ষ্যে আরও মনোযোগী হবেন। মঙ্গলবার রাজশাহী রয়্যালসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানান দলটির অধিনায়ক।

রাসেল বলেন, ‘অবশ্যই পুরো বিপিএল সাকিবকে মিস করবে। সে খুবই ভালো একজন খেলোয়াড় এবং বুদ্ধিমান বোলার। বিশ্বকাপে সে দারুণ খেলেছে। এটা খুবই দুঃখজনক যে সে এবারের বিপিএলে খেলতে পারছে না।’ 

‘তার হাতে এখনও অনেক সময় আছে। এই এক বছরের নিষেধাজ্ঞা তাকে আরও শক্তভাবে ফিরে আসতে সাহায্য করবে এবং নিজের লক্ষ্যের দিকে আরও মনোযোগী হতে সাহায্য করবে আমার বিশ্বাস।’ যোগ করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত অক্টোবরে সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরের বছর ক্রিকেটে ফিরতে পারলেও আইসিসির সকল নির্দেশনা মেনে চলতে হবে তাঁকে। 

সাকিবের মতো নিষেধাজ্ঞায় খড়্গে পড়তে হয়েছিল রাসেলকেও। ২০১৭ সালে ডোপিং আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।