বিপিএল

বিপিএল ফিক্সিংয়ের মামলা চলছে যুক্তরাজ্যে!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:17 শনিবার, 07 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর পরিকল্পনা করা হয়েছিল যুক্তরাজ্যে। এমন অভিযোগের ভিত্তিতে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) একটি মামলা করে।

যুক্তরাজ্যের আদালতে শুরু হয়েছে ওই মামলার শুনানি। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে চলছে এই শুনানি। দেশের একটি নিউজ পোর্টাল তাদের প্রতিবেদনে এমনই জানায়।

একজন ছদ্মবেশী পুলিশ কর্মকর্তা উন্মোচন করেছিলেন ২০১৬ সালের এই ঘটনা। মামলার শুনানিতে কীভাবে কী হয়েছে,  চলতি সপ্তাহে তা জানানো হয়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ বিপিএলে ম্যাচ পাতানোর কথা স্বীকার করেন।

২০১৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত বিপিএলে এই দুজন আর্থিক লাভের বিনিময়ে ফিক্সিং করেছিলেন বলে স্বীকার করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে রায় দেয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যান্ড্রু থমাস।

তিনি বলেন, ‘একটি ম্যাচে দুটি ডট বল দেওয়া বড় কোনো বিষয় নাও মনে হতে পারে। কিন্তু নিঃসন্দেহে এই খেলোয়াড়রা ইচ্ছে করেই এমন করেছিলেন।’

‘এই কাজের দাম ৩০ হাজার পাউন্ড নির্ধারিত হওয়ায় বোঝা যায় জালিয়াতি তথা বাজির মাধ্যমে কত লাখ লাখ পাউন্ড আয় করা সম্ভব। আগামী বছরের ফেব্রুয়ারিতে আনোয়ার ও ইজাজের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।’ যোগ করেন থমাস।