ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

আর একটি ছক্কার অপেক্ষায় রোহিত শর্মা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:50 শনিবার, 07 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে স্বাগতিক ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। 

ম্যাচটিতে আর মাত্র একটি ছক্কা মারতে পারলেই বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কার রেকর্ড গড়বেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৮ রানে আউট হওয়ায় এই মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হন রোহিত। 

এবার আবারো এই সুযোগ এসেছে ডানহাতি এই ব্যাটসম্যানের সামনে। এখন পর্যন্ত ৩৫২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯৯টি ছক্কা মেরেছেন রোহিত। তাঁর ওপরে রয়েছেন শুধু পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। 

অবসরের আগে ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪৭৬টি ছক্কা মেরেছেন আফ্রিদি। ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ৪৬২ ম্যাচে মেরেছেন ৫৩৪ ছক্কা। তালিকার সবার ওপরে রয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম। ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪৩২ ম্যাচে ৩৯৮টি ছক্কা মেরেছেন এই কিংবদন্তি।  

ম্যাককালামের পর পাঁচ নম্বরে অবস্থান ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির। তিন ফরম্যাট মিলিয়ে ৫৩৮ ম্যাচে ৩৫৯টি ছক্কা মেরেছেন তিনি।