পাকিস্তান

১০ বছর পর টেস্ট দলে ফাওয়াদ আলম

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:32 শনিবার, 07 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্কোয়াডে দীর্ঘ ১০ বছর পর ফিরেছেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। 

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার সুবাদেই দলে সুযোগ পেলেন ২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ক্রিকেটার। মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদের পরিবর্তে ডাক পেয়েছেন ফাওয়াদ। 

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে চার ইনিংসে মাত্র ৪৪ রান করেন ২৯ বছর বয়সী ইফতিখার। তাই ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের প্রতি ভরসা রাখছে না টিম ম্যানেজমেন্ট।

এদিকে ফাওয়াদ ছাড়াও স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার উসমান খান শিনওয়ারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে উইকেট শূন্য থাকা মোহাম্মদ মুসার পরিবর্তে সুযোগ পেয়েছেন ১৭টি ওয়ানডে এবং ১৬টি টি-টোয়েন্টি খেলা শিনওয়ারি।

এছাড়া অস্ট্রেলিয়া সফরের দলটিতে আর পরিবর্তন থাকছে না।  ২০০৯ সালে কলম্বোতে টেস্ট অভিষেক হয় ফাওয়াদ আলমের। নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

এরপর থেকে মাত্র দুটি টেস্ট খেলেছেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এই বাঁহাতি। ১৬৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৬.৮৪ গড়ে ১২ হাজার ২২২ রান সংগ্রহ করেন তিনি। যেখানে ৩৪টি সেঞ্চুরি এবং ৬০টি হাফ সেঞ্চুরি। 

টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার উসমান খান শিনওয়ারি ২৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪.৫৪ গড়ে ৯০ উইকেট শিকার করেছেন। এছাড়া ওয়ানডেতে ১৭ ম্যাচে ৩৪ এবং ১৬ টি-টোয়েন্টিতে ১৩ উইকেট পেয়েছেন তিনি। 

আগামী ১১ ডিসেম্বর সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে করাচিতে ১৯ ডিসেম্বরে। 

পাকিস্তান স্কোয়াডঃ

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ, উসমান খান শিনওয়ারি।