ভারতীয় ক্রিকেট

ছক্কা হাঁকিয়ে বিনোদন দেয়া আমার কাজ নয়ঃ কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:09 শনিবার, 07 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ছক্কা হাঁকিয়ে মানুষকে বিনোদন দেয়া নয়, বরঞ্চ লম্বা সময় উইকেটে থেকে দলের জয় নিশ্চিত করাই বিরাট কোহলির প্রধান লক্ষ্য। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে এমনটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক।

ভারতের যেকোনো ফরম্যাটের ক্রিকেটে সাধারণত সিঙ্গেলস, ডাবলস এবং চারের ওপর নির্ভর করেন কোহলি। তাঁর বড় ইনিংসগুলোতে ছয়ের সংখ্যা কম বা না থাকলেও দৃষ্টিনন্দন চারের মার দেখা যায়।

যদিও ক্যারিবিয়ানদের বিপক্ষে ২০৭ রানের সংগ্রহ তাড়ায় ব্যতিক্রমী কোহলিকে দেখা গেছে। ম্যাচটিতে ছয়টি চার ও ছয়টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ৯৪ রান করে দল জেতান কোহলি।

এমন ইনিংস খেলার পর কোহলি বলেন, 'আমি এমন কেউ নই যে উইকেটে এসে বড় ছক্কা হাঁকিয়ে মানুষকে বিনোদন দিব। আমি আমার দলের জয় নিশ্চিত করতে চাই।

জয় নিশ্চিত করতে গিয়ে যদি ছক্কা হাঁকানো প্রয়োজন হয়, তাহলে আমি হাকাবো। কিন্তু আমার লক্ষ্য মারকুটে ক্রিকেট নয়। দলে আমার ভূমিকা হচ্ছে লম্বা সময় ধরে ব্যাটিং করা।'

এখন পর্যন্ত ৮৪টি টেস্টে ২২টি ছক্কা হাঁকিয়েছেন কোহলি। চারের মার ৮০৫টি। ডানহাতি এই ব্যাটসম্যান ২৩৯টি ওয়ানডেতে হাঁকান ১১৯টি ছক্কা এবং ১০৮৫টি চার। ৭৩টি টি-টোয়েন্টিতে কোহলি ছয় মেরেছেন ৬৪টি। চারের মার ২৪১টি।