ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

সঙ্কট নিরসনে প্রোটিয়াদের অভিনব পরামর্শ দিলেন পিটারসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:56 শনিবার, 07 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের টানাপোড়েন তৈরি হয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন রয়েছে তাদের।

এই বিষয়গুলোকে কেন্দ্র করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় (সিএসএ) চলছে অভ্যন্তরীণ গণ্ডগোল। এই ঘটনার জেরে ইতোমধ্যে বরখাস্ত হয়েছে প্রধান নির্বাহী থাবাং মোরে। পদত্যাগ করেছেন চেয়ারপার্সন ইকবাল খান এবং স্বাধীন পরিচালক শার্লি জিন।

চলমান এই সঙ্কট থেকে মুক্তি পেতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে অভিনব পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন। তিনি মনে করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় বড় রকমের রদবদল প্রয়োজন। তিনি বেশ কয়েকজনের নাম প্রস্তাব করেছেন বিভিন্ন পদের জন্য। 

তাঁর মতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী করা উচিত জ্যাক ফাউলকে। এ ছাড়া সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে পরিচালক, সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যন মার্ক ভাউচার প্রধান কোচ হিসেবে দেখতে চান পিটারসেন।

সেই সঙ্গে দলটির সাবেক পেসার মাখায়া এনটিনিকে বোলিং কোচ, সাবেক স্পিনার রবিন পিটারসনকে বিশেষজ্ঞ স্পিন কোচ এবং দলের পরামর্শক হিসেবে সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে নিয়োগ দেয়ার পরামর্শ দিয়েছেন পিটারসেন। তাঁর বিশ্বাস এমনটা করা খুব কঠিন কাজ হবে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকার জন্য।