ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিধ্বংসী ইনিংসে ভারতকে জেতালেন কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:48 শনিবার, 07 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

হায়দরাবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে হারিয়েছে ভারত। অধিনায়ক বিরাট কোহলির ৯৪ রানের অপরাজিত ইনিংসে আট বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ দিন টস জিতে ফিল্ডিং বেছে নেন কোহলি। ব্যাটিং করতে নেমে শুরুতে লেন্ডল সিমন্স (২) ফিরে গেলেও বাকি ব্যাটসম্যানরা দলকে পাঁচ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ এনে দেয়।

সিমন্স ছাড়া প্রত্যেকেই দুই অংক পেরিয়ে যান। এভিন লুইস ১৭ বলে ৪০, ব্রেন্ডন কিং ২৩ বলে ৩১, শিমরন হেটমিয়ার ৪১ বলে ৫৬, অধিনায়ক কাইরন পোলার্ড ১৯ বলে ৩৭, জেসন হোল্ডার ৯ বলে ২৪ ও উইকেটরক্ষক দীনেশ রামদিন ৭ বলে ১১ রান করেন।

ভারতের হয়ে যুবেন্দ্র চাহাল দুটি এবং ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট লাভ করেন।

বিশাল রানের লক্ষ্য তাড়ায় ব্যক্তিগত আট রানেই ফিরে যান রোহিত শর্মা। এরপর লোকেশ রাহুলের সঙ্গে একশ রানের জুটি গড়েন কোহলি। লোকেশ ফিরে যান ৪০ বলে ৬২ রানের ইনিংস খেলে। যেখানে ছিল পাঁচটি চার ও চারটি ছয়ের মার।

তারপর কোহলিকে সঙ্গ দিতে আসা ঋষভ পান্ত (১৮) ও শ্রেয়াশ আইয়ার (৪) ব্যর্থ হয়ে ফেরেন। শিভম দুবেকে (০*) সঙ্গে নিয়ে জয়ের বন্দরে পৌঁছেন কোহলি। ভারতের অধিনায়কের ব্যাটে আসে ৫০ বলে ৯৪* রান যেখানে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কার মার। 

সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ২০৭/৫ (২০ ওভার)
ভারতঃ ২০৯/৪ (১৮.৪ ওভার)