পাকিস্তান ক্রিকেট

মিসবাহকে কোচ হিসেবে চান না মঈন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:06 শুক্রবার, 06 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের প্রধান কোচ এবং দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মিসবাহ উল হককে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচ হিসেবে চান না মঈন খান। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মতে, পিএসএলে কোনও দলের কোচিং পদে বা ম্যানেজমেন্টে থাকা উচিত নয় মিসবাহর।

এক্ষেত্রে মিসবাহকে স্বার্থের সংঘাতের নিয়ম মনে করিয়ে দিয়েছেন মঈন। গুঞ্জন আছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে চুক্তি করেছেন মিসবাহ। ইসলামাবাদের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিসবাহ।

সেই গুঞ্জনে সায় দিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্লাডিয়েটর্সের প্রধান কোচ মঈন।

মঈন বলেন, 'পাকিস্তানের প্রধান কোচ এবং নির্বাচকের স্বার্থের সংঘাত এড়িয়ে যাওয়া উচিত। মিসবাহ এখানে যোগ দিলে স্বার্থের সংঘাত হবে সেটা যে কেউ বুঝবে।

এমন সংঘাত ঘটলে তার যেকোনো একটি পদ থেকে নিজেকে সরিয়ে নেয়া উচিত। পিসিবির উচিত বিষয়গুলো তদারকি করা। পিএসএলে পিসিবির কোনও কোচই গ্রহণযোগ্য নয়। স্বার্থের সংঘাতের নিয়ম সকলেই জন্যেই প্রযোজ্য।'

পাকিস্তানের নির্বাচক কমিটির সমন্বয়কারী নাদিম খান এবং দেশটির বোলিং কোচ ওয়াকার ইউনুস এবারের পিএসএলে কোনও দলের সঙ্গে কাজ করছেন না। স্বার্থের সংঘাতের কারণেই নিজেদের পিএসএল থেকে দূরে সরিয়ে রেখেছেন তারা।