বঙ্গবন্ধু বিপিএল

প্রতিটি দলে একজন করে দুর্নীতি দমন অফিসার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:08 বৃহস্পতিবার, 05 ডিসেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু বিপিএলে প্রতিটি দলের সঙ্গে একজন করে অ্যান্টি করাপশন অফিসার (এসিও) নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে প্রতিটি দলের সঙ্গে অভিজ্ঞ একজন করে কর্মকর্তা থাকবেন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের থেকে জুয়াড়ি এবং ফিক্সারদের দূরে রাখতে বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি।

নাজমুল হাসান বলেছেন, ‘অ্যান্টি করাপশন ইউনিট তো আছেই। আর আমরা প্রত্যেকটি দলের সঙ্গে একজন করে দিয়ে দিয়েছি। আমরা অনেক বেশি সিরিয়াস।’

বঙ্গবন্ধু বিপিএলে অংশ নেয়া ৭টি দলকেই দুর্নীতি বিরোধী ট্রেনিং দেয়া হবে বলেও নিশ্চিত করেছেন পাপন। দুর্নীতি দমন অফিসার হিসেবে অভিজ্ঞদের নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পাপনের ভাষ্য, ‘সাধারণত আমাদের যারা এসিও (অ্যান্টি করাপশন অফিসার) আছেন, তাদের আমরা কিন্তু নিয়োগ দেই না। উনারা যারা আসবেন তাদের নিয়োগ দেয়া হয় যাদের এমন অভিজ্ঞতা আছে। আর্মিতে ছিল যারা আগে অভিজ্ঞ। প্রত্যেকটা টিমকে আবার ট্রেনিং দেয়া হবে।’