ক্রিকেট পাকিস্তান

বুমরাহ বাচ্চা বোলারঃ রাজ্জাক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:10 বুধবার, 04 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার জাস্প্রিত বুমরাহ। গত কয়েক বছরের পারফরম্যান্স দিয়ে ব্যাটসম্যানদের কাছে রীতিমতো যমদূত হয়ে উঠেছেন ভারতীয় এই পেসার। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের কাছে বুমরাহ একজন বাচ্চা বোলার।

পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের দাবি, নিজের সময়ে হলে বুমরাহর বিপক্ষে সহজেই রাজত্ব করতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুমরাহর বিষয়ে এমন মন্তব্য করেছেন রাজ্জাক। গ্লেন ম্যাকগ্রা-ওয়াসিম আকরামদের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলে আসায় এমনই বিশ্বাস তাঁর। 

রাজ্জাক বলেন, ‘আমি বিশ্ব ক্রিকেটের সেরা সেরা বোলারদের বিপক্ষে খেলে এসেছি। তাই বুমরাহকে খেলতে আমার কোনো সমস্যা হতো না। উল্টো আমার বিপক্ষে সে চাপে থাকতো। গ্লেন ম্যাকগ্রা-ওয়াসিম আকরামদের সময়ের ক্রিকেটার আমি।’

‘তাদের বিপক্ষে খেলে এসেছি। তাই আমার কাছে বুমরাহ একজন বাচ্চা বোলার। আমি অনায়াসে তার বিপক্ষে রাজত্ব করতাম এবং বুমরাহর বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতাম।’ যোগ করেন রাজ্জাক। 

১৯৯৬ সাল থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন রাজ্জাক। ২০০২ সালে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সম্প্রতি দেশটির অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করার প্রস্তাব পেয়েছিলেন রাজ্জাক। কিন্তু পিসিবির দেয়া প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।