অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:38 মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

এই স্কোয়াডে ওপেনার জো বার্নস ছাড়াও রয়েছেন ডানহাতি পেসার জেমস প্যাটিনসন এবং অভিষেকের অপেক্ষায় থাকা বোলিং অলরাউন্ডার মাইকেল নিসার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৯৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন বার্নস। তবে অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। এরপরেও তাঁর প্রতি ভরসা রাখছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। 

এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার সুবাদে টেস্টের স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্যাটিনসন ও নিসার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে কুইন্সল্যান্ডের হয়ে খেলবেন তাঁরা।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে অস্ট্রেলিয়া। আজহার আলীর দলকে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করে তারা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে টিম পেইনরা। অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হন্স। তাঁর বিশ্বাস নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে পেইন বাহিনী।

তিনি বলেন, 'আমরা আগেও বলেছি পাকিস্তান সিরিজকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা দারুণ কিছু খেলোয়াড়ের গ্রুপ তৈরিতে জোর দিচ্ছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজটিতে খেলোয়াড়দের পারফরম্যান্স অসাধারণ ছিল প্রতিটি বিভাগেই। যদিও সবসময় উন্নতির জায়গা থাকে। আমরা চাই যেন পরবর্তী তিনটি টেস্টে আমাদের ব্যাটিং লাইন আপ ধারাবাহিকতা বজায় রাখে।'

আগামী ১২ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ৩ জানুয়ারি সিডনিতে।  

অস্ট্রেলিয়া স্কোয়াডঃ  টিম পেইন (অধিনায়ক), স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, জো বার্নস, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, লাথান লায়ন, মাইকেল নিসার, জেমস প্যাটিনসন।