অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিল পাকিস্তান

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:09 মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই টেস্টে ইনিংস পরাজয়ের পর লজ্জার একটি রেকর্ডে নাম লিখিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৪টি টেস্টে পরাজয়ের বিশ্বরেকর্ড গড়েছে আজহার আলীর দল।

১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্টেও জয়ের দেখা পায়নি পাকিস্তান। লজ্জার এই রেকর্ড গড়ার মধ্য দিয়ে বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে তারা। 

২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত নিজেদের মাটিতে টানা ১৩টি টেস্টে পরাজিত হয় বাংলাদেশ। যেকোনো দেশের মাটিতে টানা পরাজয়ের এই রেকর্ডটি এতদিন দখলে ছিল বাংলাদেশের। এবার তাদেরকে টপকে সেই রেকর্ড নিজেদের করে নিল পাকিস্তান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে এক ইনিংস এবং ৫ রানে পরাজিত হয় পাকিস্তান। এরপর অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে হারে তারা। এই ম্যাচে টিম পেইনের দলের কাছে এক ইনিংস এবং ৪৮ রানে পরাজিত হয় সফরকারীরা। 

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গেলে দ্বিতীয় ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর শেষ ম্যাচে ৪৯ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় তারা।